বর্তমান বার্তা ডট কম /১৭ মার্চ ২০১৫/ আসছে ২২শে মার্চ, রবিবার, বেলা ৩টায় টরন্টোতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলা টেলিভিশন কানাডা’র আয়োজনে ঐ সেমিনারে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর পূর্ব নির্ধারিত আলোচনা, “বাঙ্গালির স্বাধীনতা সংগ্রামঃ প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মুক্ত আলোচনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।
সেমিনারটি দর্শনীমুক্ত, তবে অতিথি তালিকায় নাম অন্তর্ভুক্তি আবশ্যক। টরন্টো’র এস. ওয়াল্টার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে (১৭০ মেমোরিয়াল পার্ক এভিন্যু, ইষ্ট ইয়র্ক, কক্সওয়েল ও মর্টিমার ইন্টারসেকশন) অনুষ্ঠিতব্য ঐ সেমিনারটি’র আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগ্রহীদের মধ্যে বরাদ্দ করা হবে।
সেমিনারে উপস্থিত থাকতে আগ্রহীরা বিটেলিভিশন@ইয়হু.কম (btelevision@yahoo.com) এই ইমেইলে আসন বরাদ্দের অনুরোধ পাঠাতে পারেন। বাড়তি তথ্যের জন্য ৪১৬-৮৭৯-৭১৪১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
‘বঙ্গবন্ধু, জয়বাংলা, স্বাধীনতা,’ শব্দগুলো যাঁরা অন্তরে ধারণ করেন, এমন প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই সেমিনারটিকে সফল করবে। সেমিনারে উপস্থিত হতে আগ্রহী সংশ্লিষ্ঠ সকলকে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আসন বরাদ্দের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Post a Comment
Facebook Disqus