বর্তমান বার্তা ডট কম /১৭ মার্চ ২০১৫/ কোনো কোনো নারী যে হিজাব দিয়ে মুখমন্ডল ঢেকে রাখেন- এটা আসলে সংস্কৃতির মধ্যে নিহিত এবং সেটি হচ্ছে ‘নারী বিরোধী সংস্কৃতি’। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এই মন্তব্য করেছেন। হাউজ অব কমন্সে লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কানাডীয়ান প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
স্টিফেন হারপারের কনজারভেটিভ পার্টি নাগরকিত্বের শপথ গ্রহনের সময় হিজাবে মুখ ঢেকে রাখার বিরুদ্ধে এক ধরনের লড়াই শুরু করেছে। বিষয়টি ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। লিবারেল পার্টি নেতা জাস্টিন ট্রুডো সংসদের বাইরে এক বক্তৃতায় কনজারভেটিভ পার্টির এই অবস্থানের সমালোচনা করেন । তিনি বলেন, স্টিফেন হারপারের সরকার ইসলামোফিয়ায় আক্রান্ত এবং ‘ভয় দেখানোর রাজনীতি’ শুরু করেছেন্।
জাস্টিন টুডোর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেন, নাগরিকত্ব গ্রহনের অনুষ্ঠানে কাউকেই আমরা মুখ ঢেকে রাখতে দেই না। কানাডার নাগরিক হওয়ার সময় কানাডার মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন চর্চ্যা কেন করতে হবে।
Post a Comment
Facebook Disqus