হাঁটু গেড়ে বসে দীপিকাকে ফের প্রেম নিবেদন করলেন রণবীর!


স্টাফ রিপোটার/বর্তমানবার্তা ডট কম /   মার্চ২০১৫/পুরনো প্রেমকে আবার আঁকড়ে ধরতে চাইছেন রকস্টার রণবীর। সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে দীপিকার সঙ্গে আবার সম্পর্ক গড়তে চাইছেন তিনি। মুম্বইয়ের এক রেস্তোরাঁয়, হাঁটু গেড়ে বসে ফের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে প্রেম নিবেদন করলেন রণবীর। আর সঙ্গে সঙ্গে কাট এন্ড পারফেক্ট বলে উঠলেন পরিচালক ইমতিয়াজ আলি।

কি ঘাবড়ে গিয়েছিলেন নিশ্চই? না না! রণবীর ক্যাটরিনারই আছে। আদতে পুরো ঘটনাটাই ঘটেছে ‘রিল লাইফে’, ‘তমাশা’ ছবির শ্যুটিং ফ্লোরে।
এই ছবিতে একটি দৃশ্য আছে যেখানে হাঁটু গেড়ে বসে রণবীরকে দেখা যাবে তাঁর প্রাক্তন প্রেমিকাকে প্রেম নিবেদন করতে। আর এই ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির’ পর, ফের একবার স্ক্রিন স্পেস ভাগ নেবেন রণবীর – দীপিকা। আর বলালাহুল্য, দর্শকরা আরও একবার সিনেপর্দায় দেখতে পাবে এই জুটির ম্যাজিক


Post a Comment

Disqus