ইসলামাবাদ পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর
বিন্দু / বর্তমান বার্তা ডট কম / ০৩ মার্চ ২০১৫ / ভারতের শীর্ষ কূটনীতিবিদ এবং পররাষ্ট্র সচিব এস জয়শংকর আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন। দু’দিনের সফরে একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদ গেছেন জয়শংকর। তাঁকে স্বাগত জানিয়েছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন কর্মকর্তারা।

এ সফরের সময় পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরির সঙ্গে বৈঠক করবেন জয়শংকর এবং এ সময়ে ২০১৩ সাল থেকে স্থগিত পাক-ভারত শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয় তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ।

এ ছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী তারিক ফাতেমির সঙ্গেও বৈঠক করবেন জয়শংকর। আজ দিনের শেষে জয়শংকরের পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
সার্কভুক্ত দেশগুলো সফরের অংশ হিসেবে পাকিস্তান গেছেন জয়শংকর। এর আগে তিনি ভুটান ও বাংলাদেশ সফর করেছেন এবং বুধবার তার কাবুল যাওয়ার কথা রয়েছে। ভারতীয় কূটনৈতিক সূত্র থেকে জানানো হয়েছে, সার্ক দেশগুলো শুভেচ্ছা সফর করছেন পররাষ্ট্র সচিব এস জয়শংকর। তার এ সফরের সময়ে সার্ক সংক্রান্ত বিষয়েই কেবল আলোচনা হবে।
গত আগস্টে পাক-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এক তরফা ভাবে নয়াদিল্লি বাতিল করার পর এই প্রথম ইসলামাবাদ সফরে গেলেন জয়শংকর। নয়াদিল্লির পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত কাশ্মিরি নেতাদের সঙ্গে আলোচনার অজুহাতে পাক-ভারত সচিব পর্যায়েরে বৈঠক বাতিল করা হয়েছিল।

Post a Comment

Disqus