বর্তমান বার্তা ডট কম / ২৬ এপ্রিল ২০১৫ / 
নারায়ণগঞ্জে একটি পোষাক কারখানার শ্রমিকদের সংঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৫ নারী শ্রমিকসহ ৭ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় জব্বার গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ বাধাঁ দিলে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। উত্তেজিত শ্রমিকরা এসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে ৫ নারী শ্রমিকসহ ৭ শ্রমিক গুলিবিদ্ধ হয়।  গুলিবিদ্ধ শ্রমিকদের মধ্যে রেহানা ( ১৯ ), পারভীন ( ২২ ), মরিয়ম ( ১৮ ), শিউলী ( ২২ ), রেখা ( ২৫ ) এর নাম জানা গেছে। আহতরা নারায়নগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনান্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Post a Comment

Disqus