
বর্তমান বার্তা ডট কম / ০৩ এপ্রিল ২০১৫ / বেলজিয়ামের বিউটি কুইন লিন্ডসে ভ্যান গেলি ইসলাম গ্রহণ করেছেন। তিনি এখন থেকে ইসলামি পোশাক পরার সিদ্ধান্তও নিয়েছেন। তিনি তার স্বামীর প্রেরণায় ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তিনি তার নতুন নাম রেখেছেন আয়েশা।
ভ্যান গেলি ২০১২ সালে মিস বেলজিয়াম প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার ইসলাম গ্রহণের পেছনে তার স্বামী বেলজিয়ামের ফুটবলার ম্যামোতু এন দিয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ইসলাম গ্রহণের পর কেবল নামই বদল করেননি, সেইসাথে অ্যালকোহল, শূকরও ছেড়েছেন। তাছাড়া শর্ট স্কার্টও আর পরবেন না বলে জানিয়েছেন।
Post a Comment
Facebook Disqus