বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ / গাজীপুর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর শুরাবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম (২৫) ঢাকার কেরানীগঞ্জের আব্দুল খালেকের ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ওই স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তিনি আরো জানান, নিহতের পকেটের পাওয়া একটি মোবাইলের সিম কার্ড থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে নিহত সাইফুল গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুল ছিনতাইকারী দলের সদস্য ছিল। সহযোগীরা তাকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে।
;

Post a Comment
Facebook Disqus