বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / ব্রাদার্স সিনেমার ‘মেরা নাম ম্যারি’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে কারিনা কাপুরকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই গানের টিজার। টিজারেই দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তৈরি হয়েছে এ গান নিয়ে দর্শকদের উন্মাদনা। জানা গেছে খুব ‍শিগগির সম্পূর্ণ গানটি প্রকাশ করা হবে।

করণ মালহোত্রা পরিচালিত ব্রাদার্স সিনেমাটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ওয়ারিয়র থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে।

সিনেমার কাহিনিতে দেখা যাবে, দুই ভাই যাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তারা একটি মার্শাল আর্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং পরস্পরের মুখোমুখি হয়েছেন।

সিনেমাটি প্রযোজনা করছেন ধর্ম প্রডাকশন। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি শ্রোফ, শেফালি শাহসহ অনেকে। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

 ‘মেরা নাম ম্যারি’ গানের টিজার :

Post a Comment

Disqus