বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / অবশেষে মঙ্গলবার বিয়ে পিড়িতে বসলেন মোস্ট ব্যাচলর বলিউড সুপারস্টার শহিদ কাপুর। কনে দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সাথে গটঁছাড়া বাধেঁন শহিদ। তাদের এই বিয়ে নিয়ে উপমহাদেশজুড়ে আলোচনা। এরইমধ্যে নতুন আলোচনার খোরাক পাওয়া গেছে। প্রকাশ হয়েছে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানে শাহিদ-মীরার নাচের ভিডিও।

ভিডিওতে হবু দম্পতিকে দেখা গেছে মনের আনন্দে নাচে অংশ নিতে। নাচ শেষে হবু স্ত্রী মীরাকে জড়িয়ে ধরেন শহিদ।

Post a Comment

Disqus