কাযিম , নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / নারায়ণগঞ্জ সদর থানার শহীদ সোহরাওয়ার্দ্দী সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সুরমা ভবনে অবস্থিত দৈনিক কালের কথা’র সম্পাদকীয় কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত ২৮ জুন রাতে দৈনিক কালের কথা’র কার্যালয় থেকে দুইটি ল্যাপটপসহ আনুসাঙ্গিক অন্যান্য ইলেক্ট্রনিক উপকরন চোরেরা নিয়ে গেছে। থানায় ২৯ জুন বিকেলে ওই ব্যাপারে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, সদর থানার শহীদ সোহরাওয়ার্দ্দী সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সুরমা ভবনের দ্বিতীয় তলায় দৈনিক কালের কথা’র সম্পাদকীয় কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ে মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত কার্যক্রম চলে। দৈনিক কালের কথা’র কার্যালয়টি এরপর তালাবদ্ধ করে কর্তব্যরতরা নিজ গন্তব্যে চলে যায়। ওই কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় সংশ্লিষ্টরা তালা খুলে প্রবেশ করলে চুরির বিষয়টি আবিস্কার হয়।
জানা গেছে, দৈনিক কালের কথা’র কার্যালয়ের বেন্টিলেটরের লোহার খাঁচা ভেঙ্গে মঙ্গলবার রাতের কোন এক সময় চোর ঢুকে । ওই কার্যালয় থেকে একটি এলজি ল্যাপটপ, একটি এইচপি ল্যাপটপ, একটি স্যামসং মনিটর, একটি টেলিটক মডেম,একটি বাংলা লায়ন মডেম, তিনটি প্যানড্রাইভ, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি ইউএসবি ক্যাবল, একটি ল্যাপটপ চার্জার, একটি ল্যাপটপ ব্যাগ চোরেরা নিয়ে যায়। দৈনিক কালের কথা’র সম্পাদক ও প্রকাশক কাজিম আহমেদ বলেছেন, চোরেরা ৯৩ হাজার তিনশ ২০ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে গেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পিপিএমকে বিষয়টি অবগত করা হয়। কার্যালয়ে পরে পুলিশ পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছে।
Post a Comment
Facebook Disqus