বর্তমান বার্তা ডট কম / ০১ জুলাই ২০১৬ / এবার ঈদে রেলে সিডিউল বিপর্যয় নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, সিডিউল বিপর্যয় ছাড়াই সব ট্রেন গন্তব্য ছেড়ে যাচ্ছে। ঈদে ঘরমুখো যাত্রীরা এবার নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে যাতায়াত করছেন। শুক্রবার বিকাল ৩টায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এবারের ঈদে সারা দেশে প্রতিদিন ২লাখ ৬০ হাজার যাত্রী রেলেই যাতায়াত করছেন। শুধু রাজধানীর কমলাপুর থেকেই প্রতিদিন যাচ্ছেন ৫২ হাজার যাত্রী।যাত্রীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী  বিশেষ নির্দেশনায় রেলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এবার সুষ্ঠুভাবে টিকিট বিক্রি হয়েছে দাবি করে মুজিবুল হক জানান, যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বগিও সংযোগ করা হয়েছে।

যাত্রীরা যাতে ট্রেনে ছাদে না চড়েন এমন অনুরোধ জানিয়ে তিনি বলেন, ছাদে ভ্রমণ করতে গিয়ে আনন্দ ঈদ মাটি হয়ে যেতে পারে। মন্ত্রী আরও জানান, ঘরমুখো মানুষের যাত্রীসেবা নিশ্চিতকরণে রেলেওয়ে পুলিশ, রেলের নিরাপত্তাবাহিনী এবং বিজিবি র‌্যাব ও স্থানীয় পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।এসময় রেলওয়ে সচিব  ফিরোজ সালাহউদ্দিন,রেলওয়ে ডিআইজি মো. শামসুদ্দিনসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Post a Comment

Disqus